অবশেষে লেস্টার সিটি থেকে শেফিল্ড ইউনাইটেডে পাড়ি জমালেন বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরী। সামাজিক মাধ্যমে তাকে স্বাগত জানিয়েছে ইংলিশ লিগের এই ক্লাবটি।

সোমবার (২৭ জানুয়ারি) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে হাজমাকে বরণ করে বেশ কয়েকটি পোস্ট করেছে শেফিল্ড ইউনাইটেড।

প্রথমে ৩ সেকেন্ডের একটি ভিডিওটি আপ্লোড করা হয় লাল-সবুজের পতাকাকে ক্যাপশনে রেখে। এরপরেই তাকে পরিচয় করিয়ে দেয়া হয় বাংলাদেশি ব্লেড নামে। মূলত শেফিল্ড ইউনাইটেডের ডাকনামের সঙ্গে মিল রেখেই উল্লেখ করা হয়েছে ‘বাংলাদেশি ব্লেড’।

অনেক আগে থেকেই হামজার খেলার ভক্ত ছিলেন শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার। সেই সুবাদেই এবার এই বাংলাদেশিকে নিজেদের ডেরায় ভিরিয়েছে ক্লাবটি।