বেকার যুবক ও যুব নারীদের আত্ম-কর্মসংস্থান ও দক্ষ তথ্য যোগাযোগ প্রযুক্তি মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে বরিশালে সরকারি-বেসরকারি বহু আইটি প্রশিক্ষণ কেন্দ্র কাজ করছে। এসব কেন্দ্র থেকে প্রশিক্ষণ শেষে তরুণ-তরুণীরা নেমে পড়ছেন আউটর্সোসিং পেশায় ।
আইটি প্রশিক্ষণ কেন্দ্র-এর সংশ্লিষ্ট সূত্র জানায়, বরিশাল জেলায় ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং প্রশিক্ষণ কেন্দ্রগুলোর অনেক ভালো অপশন রয়েছে, যেখানে আপনি ডিজিটাল স্কিলস শিখে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং পেশায় ক্যারিয়ার শুরু করতে পারেন। এসব প্রশিক্ষণ কেন্দ্রগুলো আপনাকে বিভিন্ন ধরনের ডিজিটাল স্কিল, যেমন ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, কনটেন্ট রাইটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও বরিশাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি ফ্রিল্যান্সিং কাজের জন্য প্রশিক্ষণ প্রদান করে থাকে।
সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, বরিশাল জেলায় আইটি সেন্টার, আইটি ট্রেনিং সেন্টার, বরিশাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডিজিটাল স্কিলস বাংলাদেশ, জেলা আইটি একাডেমি, জেলা উন্নয়ন প্রযুক্তি প্রতিষ্ঠান, অনলাইন কোর্স প্ল্যাটফর্ম ও বরিশাল আইটি পার্ক প্রশিক্ষণ কেন্দ্রগুলো নিরলস কাজ করে যাচ্ছে। জেলার বহু বেকার যুবক ও যুব নারীরা কম্পিউটারের উপর বিভিন্ন কোর্সে ইন্টারনেট ভিত্তিক প্রশিক্ষণ শেষে নেমে পড়েছেন আউটর্সোসিং পেশায়। এসব শিক্ষার্থীরা স্বল্প মেয়াদে গ্রাফিক্স, অ্যানিমেশন, ওয়েব ডিজাইন, ডাটা এন্ট্রির মতো ইন্টারনেট ভিত্তিক প্রশিক্ষণ সম্পূর্ণ করে বর্তমানে হয়েছেন স্বাবলম্বী।