অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন বাংলাদেশের নতুন সাংবিধানিক নামের সুপারিশ করেছে। এতে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নামের পরিবর্তে ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ করার কথা বলা হয়েছে। আর প্রজাতন্ত্রের পরিবর্তে ‘নাগরিকতন্ত্র’ করারও প্রস্তাব করা হয়েছে।
সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, সংবিধানে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ এর পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশ হবে। রাষ্ট্রের মূলনীতি হিসেবে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ বাদ দেয়ার কথা বলা হয়েছে। ‘বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি’ বিধানটি বিলুপ্তের সুপারিশ এবং পরিচিত হবেন ‘বাংলাদেশি’ হিসেবে।
দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রবর্তনের সুপারিশ করা হয়েছে। এই সংসদের মেয়াদ চার বছর করার সুপারিশও করা হয়েছে প্রতিবেদনে। এছাড়া জাতীয় নির্বাচনে প্রার্থী হতে সর্বনিম্ন বয়স কমিয়ে ২১ বছর করার প্রস্তাব সংবিধান সংশোধন উভয়কক্ষের দুই তৃতীয়াংশ সদস্যের অনুমোদনে হতে হবে। উভয়কক্ষে পাস হবার পর গণভোটের প্রস্তাব করা হবে।