শহীদ আবু সাঈদের কবরে রাবি উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
বৃহস্পতিবার, জানুয়ারী ০৯, ২০২৫
রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি(রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার(৯ জানুয়ারি) রাতে তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদের কবরে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
কবর জিয়ারত ও মোনাজাতের সময় তাঁর সাথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. শওকত আলী ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এবিএম ওবায়দুল ইসলামও শ্রদ্ধা নিবেদন করেন। উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব সেখানে শহীদের পরিবারের সদস্যদের সাথেও সাক্ষাত করেন।
উল্লেখ্য রাজশাহী বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক, প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার এ বিজ্ঞপ্তিটি নিশ্চিত করেন।