শিরোনাম

6/recent/ticker-posts

শীতে কাঁপছে সাতক্ষীরা, আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা


শীত আর কুয়াশার সাথে সাথে হিমেল হাওয়ায় কাঁপছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকুলীয় জেলা সাতক্ষীরা। রাত থেকে পড়ছে কুয়াশা। শুক্রবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। কুয়াশায় ঢাকা রয়েছে। শীত ও কুয়াশার কারণে বিপাকে পড়েছে প্রাণীকুলও। বিশেষ করে খেটে খাওয়া মানুষগুলোর দুর্ভোগ চরমে পৌঁছেছে। জীবিকার তাগিদে তাদের বের হতে হচ্ছে বাহিরে।

সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, সাতক্ষীরায় এ বছরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ ১২ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। ধীরে ধীরে তাপমাত্রা আরও কমবে। ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, রাজধানীসহ দেশের প্রায় সব জায়গায় আজ ঠান্ডার প্রকোপ ছিল। গতকাল থেকে ঘন কুয়াশা পড়ায় শীতের তীব্রতা আরও বেড়েছে। প্রয়োজন ছাড়া বাইরে যাচ্ছে না মানুষজন। তীব্র শীতের কারণে জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষেরা। কাজের সন্ধানে তাদের বাইরে বেরোতে হচ্ছে।