সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে ‘বিয়ে’-র একাধিক ছবি ভাইরাল হওয়া প্রসঙ্গে এবার মুখ খুলেছেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান। জানালেন, বিয়ে এখনও হয়নি।
সংবাদমাধ্যমে তাহসান বলেন, অন্তর্জালে ভাইরাল ছবিগুলো একটি ঘরোয়া আয়োজনে তোলা। এখনও বিয়ে হয়নি। বিয়ের কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। আজ সন্ধ্যায় বিস্তারিত জানাব।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসান ও রোজার ভাইরাল একাধিক ছবি দেখে নেটিজেনরা এই তাদেরকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন। শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকে। কেউ কেউ মন্তব্য করেছেন, ‘অবশেষে তাহসান খুঁজে পেলেন চাঁদের আলো’—যা তার জনপ্রিয় গানের সঙ্গে মিলে যায়।
জানা গেছে, রোজা আহমেদ নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর সেখানে ‘রোজা'স ব্রাইডাল মেকওভার’ নামে একটি রূপসজ্জা প্রতিষ্ঠান গড়ে তোলেন। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ শিল্পে খ্যাতি অর্জন করেছেন। পাশাপাশি তিনি একজন মেকআপ শিক্ষিকা হিসেবে বহু নারীকে প্রশিক্ষণ দিয়েছেন এবং উদ্যোক্তা হতে সাহায্য করেছেন।
প্রসঙ্গত, ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে ভালোবেসে বিয়ে করেন তাহসান। ২০১৩ সালে তাদের সংসারে জন্ম নেয় কন্যা সন্তান আইরা তাহরিম খান। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে।