বিশ্ব ফুটবল যেটা দেখেনি সেটার সাক্ষী হতে চলেছে এ বার। ইতিহাসে প্রথমবার, একই দিনে, একই সময়ে খেলতে নামছে ৩৬টা দল। চ্যাম্পিয়ন্স লিগের ১৮টা ম্যাচে মুখোমুখি হচ্ছে দলগুলো। স্বাভাবিকভাবে একটা ইতিহাস হতে চলেছে।
এই ম্যাচগুলোর পর পয়েন্ট তালিকায় থাকা শীর্ষ আটটি দল সরাসরি যাবে কোয়ার্টার ফাইনাল অর্থাৎ, শেষ ষোলোতে। আর পয়েন্ট তালিকায় ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলো একে অপরের বিরুদ্ধে খেলবে শেষ ষোলোতে যাওয়ার জন্য।
কার সামনে কী সমীকরণ
- আর্সেনাল ও ইন্টার মিলান আজ ড্র করলেই শেষ আটে থেকে পরের রাউন্ড নিশ্চিত করবে। হারলেও শীর্ষ আটে থেকে শেষ ষোলোতে যাওয়ার সুযোগ থাকবে তাদের। এদিকে নিজ নিজ ম্যাচে জয় পেলেই শীর্ষ আটে থেকে পরের রাউন্ড যাবে অ্যাতলেটিকো মাদ্রিদ ও এসি মিলান। টেবিলে যথাক্রমে পাঁচ ও ছয়ে আছে এই দুই দল।
- এদিকে জয় পেলে শীর্ষ আটে থাকা নিশ্চিত হবে ইতালিয়ান ক্লাব আতালান্তারও। বুধবার (২৯ জানুয়ারি) বার্সেলোনার মাঠে খেলবে তারা। তবে ড্র করলেও শেষ আটে থাকা সম্ভব হবে তাদের। তখন অপর ম্যাচগুলো তাদের পক্ষে যেতে হবে।
- টেবিলে ১৩ পয়েন্ট নিয়ে আছে ছয়টি দল। গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের আটে রয়েছে বেয়ার লেভারকুসেন। বাকি দলগুলো হচ্ছে–অ্যাস্টন ভিলা, মোনাকো, ফেইনুর্ড, লিল এবং ব্রেস্ত। এই ছয় দলের মধ্যে সকলেই শেষ ষোলোতে খেলার সুযোগ পাবে, যদি নিজ নিজ ম্যাচে জয় পায় তারা।
- সমান ১২ পয়েন্ট রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং সেলটিক। জিতলেও এই দলগুলোর সরাসরি শেষ ষোলোতে খেলা নির্ভর করছে অন্য ম্যাচগুলোর ফলের ওপর। ১১ পয়েন্ট নিয়ে আছে দুইটি দল–পিএসভি এবং ক্লাব ব্রুগ। ১৯ নম্বরে থাকা পিএসভি ১ পয়েন্ট পেলেই নিশ্চিত করবে প্লে-অফ। একই অবস্থা বেলজিয়ামের ক্লাব ব্রুগেরও।
- ২২ নম্বরে থাকা পিএসজির অর্জন ১০ পয়েন্ট। সমান পয়েন্ট থাকা সত্ত্বেও গোল ব্যবধানে পিছিয়ে আছে স্টুটগার্ট। জিতলে প্লে-অফ নিশ্চিত হবে পিএসজির। তবে ম্যানচেস্টার সিটি ও দিনোমা নিজ নিজ ম্যাচে পয়েন্ট হারালে স্টুটগার্টের কাছে হারলেও সমস্যা হবে না ফরাসি ক্লাবটির।
সাত ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে ২৫তম অবস্থানে গার্দিওলা শিবির। প্লে-অফ নিশ্চিত করতে হলে তালিকায় সেরা ২৪-এর মধ্যে থাকতে হবে দলগুলোকে। আর সেরা আট দল সরাসরি খেলবে শেষ ষোলো। সেই হিসেবে ম্যানসিটি আছে বিপাকে।