গতকাল শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জানাতে এক শিশু ফুল সংগ্রহ করতে গিয়ে ধর্ষণের স্বীকার হয়েছে।

শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য ফুল সংগ্রহ করতে যাওয়া চতুর্থ শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ২১শে ফেব্রুয়ারী শুক্রবার সকাল ৬টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলায় এ ঘটনা ঘটে। 

তিনি বলেন, এ ঘটনায় গুরুতর অসুস্থ শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করা হয়েছে।

তাছাড়া সম্প্রতি চলন্ত বাসে ও চলন্ত ট্রলারে নারী ধর্ষনের ঘটনায় নারীদের মনে বেশ আতংক তৈরী হয়েছে।