বৈষম্যবিরোধীদের নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আজ। বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে সংগঠনটি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে নতুন ছাত্রসংগঠন করতে যাচ্ছে জুলাই অভ্যুত্থানে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া তরুণদের একটি অংশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত আল মাশনুন নামের এক শিক্ষার্থী এ তথ্য জানান।

গতকাল মঙ্গলবার রাতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আল মাশনুন নামে একজন শিক্ষার্থী জানিয়েছেন যে, নতুন ছাত্রসংগঠনটি সম্ভবত ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে পরিচিত হতে পারে।

নতুন সংগঠনের নেতৃত্বে থাকবেন ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’ সংগঠনের সাবেক নেতারা। তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া এবং ছাত্রলীগ থেকে পদত্যাগী শিক্ষার্থীরা। এছাড়া, ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত থাকা কিছু শিক্ষার্থীও নতুন সংগঠনে যোগ দেবেন।