সাত মাস পর তোলা হলো আন্দোলনে নিহত তিশার সহকারীর লাশ
মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫
প্রায় সাত মাস পর মুন্সীগঞ্জের শ্রীনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত অভিনেত্রী তানজিন তিশার সহকারীর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। তার নাম আল-আমিন (১৮)।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের উপস্থিতিতে ময়নাতদন্তের জন্য নিহত আল-আমিনের লাশ উত্তোলন করা হয়েছে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৯ জুলাই ঢাকার উত্তরায় আন্দোলনে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে প্রাণ হারান। তাকে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গত ৯ ডিসেম্বর আলামিন খলিফার বড় ভাই বাদল খলিফা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন।