ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আর নেই। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
চিকিৎসকরা জানান, আজ তার পাল্স, ব্লাড প্রেসার, রক্তের অক্সিজেন স্যাচুরেশন কমে যায়। পরে রাত ১০.৪৫ মিনিটে তিনি মারা যান।
আজ শুক্রবার (১৪মার্চ) রাজধানীর নর্থ রোডের বায়তুল আকসা জামে মসজিদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।