বাংলাদেশ দলে যোগ দিতে হামজা চৌধুরীর দেশে ফেরা নিয়ে ফুটবল অঙ্গনে এখন খুশির জোয়ার। বাংলাদেশ তো বটেই দক্ষিণ এশিয়ার প্রেক্ষিতেই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন একজন ফুটবলারকে জাতীয় দলে পাওয়াটা বিশাল ঘটনা।
তার মাঝেই ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের দলে থাকা আরেক বিদেশি ফুটবলার সৌদি আরবে জাতীয় দলের ক্যাম্প শেষে দলের সঙ্গে আর বাংলাদেশে ফেরেননি।
মঙ্গলবার (১৮ মার্চ) সৌদি আরব থেকে দেশে ফিরেছে লাল সবুজের দল। কিন্তু স্কোয়াডে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান ফুটবলার ফাহমিদুল ইসলাম সৌদি আরবের অনুশীলন ক্যাম্প থেকে দলের সঙ্গে ঢাকায় ফেরেননি।
ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া ক্যালসিও ক্লাবে খেলা ফাহমিদুল ইতালিতে ফিরে গেছেন বলে জানা গেছে।
এই তরুণের ইতালিতে ফিরে যাওয়া নিয়ে দেশের ফুটবল সমর্থকরা পাচ্ছেন ষড়যন্ত্রের গন্ধ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশীয় ফুটবল গ্রুপগুলোয় এ নিয়ে বিস্তর আলোচনা চলছে। অনেকেই জাতীয় দলে সিন্ডিকেটের উপস্থিতি নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন।