বাংলাদেশের ফুটবলের এমন জোয়ার বহুদিন দেখা যায়নি। হামজা চৌধুরীর আগমন উপলক্ষে বিপুল উন্মাদনা তৈরি হয় ফুটবলে। ভারতের বিপক্ষে দারুণ খেলে ড্র করে আপাতত যুক্তরাজ্যে ফিরে গেছেন এই তারকা। জানিয়ে গেছেন জুনে পরবর্তী ফিফা উইন্ডোতে আবার লাল সবুজ জার্সি গায়ে চাপাতে ফিরবেন তিনি।
আজ সকালেই ধরেছেন যুক্তরাজ্যের বিমান। তার আগে বলে গেছেন, দেখা হবে জুনে।
সকালে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশ ছেড়েছেন হামজা। জানা গেছে, বেলা পৌনে বারোটার দিকে ম্যানচেস্টারের উদ্দেশে রওয়ানা দিয়েছেন হামজা।