নোয়াখালী হাতিয়ায় জাতীয় নাগরিক পাটির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এসময় দাওয়া-পাল্টাধাওয়া ঘটনা ঘটে। এতে ইট পড়ে আব্দুল হান্নান মাসুদ আহত হয়। এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক রাস্তায় বসে অবস্থান কর্মসূচি পালন করেন।

হান্নান মাসুদের সমর্থকদের অভিযোগ, স্থানীয় বিএনপি নামধারীরা ওই হামলার ঘটনা ঘটিয়েছে। হামলায় তিনিসহ এনসিপির পাঁচ থেকে ছয়জন সমর্থক আহত হয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের আইনের আওতায় আনার দাবিতে রাত সাড়ে ৮টা থেকে জাহাজমারা বাজারে সড়কে (ওছখালি-জাহাজমারা সড়ক) অবস্থান কর্মসূচি পালন করছে এনসিপির কর্মী-সমর্থকরা। এক পর্যায়ে সেখানেও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে প্রায় ১০টার দিকে আন্দোলনকারীরা সরে যায়।