ধর্ষকের ফাঁসির দাবি জানিয়ে ‘পুরান ঢাকা সাংবাদিক ফোরামের' মানববন্ধন
বুধবার, মার্চ ১২, ২০২৫
সৈয়দ মাহবুব রহমান
মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষনের শিকার হয়েছে। সম্প্রতি সারাদেশে একের পর এক ধর্ষনের ঘটনায় সারাদেশ বিক্ষোভে ফেটে উঠেছে। আছিয়ার মত আর একটি শিশুও যেন ধর্ষনের শিকার না হয়। ধর্ষক প্রমাণিত হলে জনসম্মুখে ফাঁসির দাবি জানিয়েছে পুরান ঢাকা সাংবাদিক ফোরাম।
বুধবার (১২ মার্চ) সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে পুরান ঢাকা সাংবাদিক ফোরামের উদ্যোগে শিশু আছিয়াসহ সকল ধর্ষনের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালনকালে সংগঠনের নেতৃবৃন্দ এসব কথা বলেন।
শুধু আছিয়াই নয়, আর যেন একটি শিশুও যেন ধর্ষিত না হয়; সেজন্য ধর্ষকের সর্বোচ্চ শাস্তি বিধানে নতুন আইনের দাবি জানায় পুরান ঢাকা সাংবাদিক ফোরাম। নেতৃবৃন্দ বলেন, দ্রুত সময়ের মধ্যে ধর্ষকের বিচার করতে হবে। প্রয়োজনে নতুন আইন জারির মাধ্যমে অভিযুক্ত ধর্ষকের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। মানববন্ধনে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গণমাধ্যমে ধর্ষিতার ছবি প্রকাশ না করে, অভিযুক্ত ধর্ষকের ছবি প্রকাশ করুন। যাতে ধর্ষক ও তার পরিবার সমাজের কাছে ঘৃণার পাত্র হয়। এর ফলে ভবিষ্যতে এ ধরনের জঘণ্য কাজে লিপ্ত হবার সাহস পাবে না অপরাধীরা।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি জাফরুল আলম। সাধারণ সম্পাদক মাহমুদ সালেহীন খানের সঞ্চালনায় মানবন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক নার্গিস জুঁই, কোষাধ্যক্ষ সুমন দত্ত, প্রচার সম্পাদক শরিফুল হক পাভেল, কল্যাণ সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান, সদস্য আরমান বাদল, সদস্য তানভীর রায়হান, জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য আতিকুল ইসলাম আতিক প্রমুখ।