রাজধানীর আলোচিত সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ১৩৩ কোটি টাকা পাচারের মামলায় সোমবার (৩ মার্চ) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সিআইডির মিডিয়া সেলের প্রধান বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, সিআইডির একটি টিম গেছে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সরকারি জায়গা দকল করে ফার্ম তৈরি ও শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে পশু আনার অভিযোগ আনা হয়েছে।
প্রতারণার মাধ্যমে দেশীয় গরু-ছাগলকে বিদেশি ও বংশীয় গরু-ছাগল বলে প্রচার করে সেগুলো কুরবানির পশুর হাটে উচ্চ মূল্যে বিক্রয় করে সাদিক এগ্রো। এছাড়াও টেকনাফ ও উখিয়া, কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা দিয়ে থাইল্যান্ড ও মায়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে গরু ও মহিষ দেশে এনে সাদিক এগ্রোর মাধ্যমে বিক্রি করেন ইমরান। এভাবে অবৈধভাবে উপার্জিত অর্থ নিজের ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ১২১ কোটি ৩২ লাখ ১৫ হাজার ১৪৪ টাকা হস্তান্তর করেন সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেন।