শিরোনাম

6/recent/ticker-posts

লায়ন্স ক্লাব ঢাকা মহানগরের উদ্যোগে ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ


সৈয়দ মাহবুবুর রহমান :

সোহরাওয়ার্দী উদ্যানে ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। মানবিক এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী নেওয়াজ। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সকলে মিলে একসাথে কাজ করলে ছিন্নমূল মানুষরা জন্য দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা হবে এবং তাদের মুখে হাসি ফোটানো সম্ভব। আমাদের সবার উচিত এধরণের মানবিক কাজে এগিয়ে আসা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের বিভিন্ন পর্যায়ের কর্মকতা ও সদস্যগণ। আয়োজনটিতে প্রায় ২ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সক্ষম হয় এবং সমাজে সকলের কাছে সহযোগিতার বার্তা পৌঁছে দেয়। 

মীর নেওয়াজ আলী নেওয়াজ লায়ন্স ক্লাবকে সাধুবাদ জানিয়ে সবাইকে অনুপ্রাণিত এবং আগ্রহী হয়ে এই ধরনের জনকল্যাণ ও সেবামূলক কাজে এগিয়ে আসার আহবান জানান। লায়ন্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কাজের কার্যক্রম অব্যাহত থাকবে ভবিষ্যতে । আয়োজকরা বলেন ভবিষ্যতে তারা এইধরনের জনকল্যাণ মূলক কাজ আরো ব্যাপক পরিসরে করতে পারি এজন্য দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন।