শিরোনাম

6/recent/ticker-posts

আত্মহত্যা শুধু একটি শর্ট ফিল্ম নয় একটি বার্তাও


বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি;

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের অভিনিত জি এম মারুফ পরিচালিত শর্ট ফিল্ম “আত্মহত্যা”

সিনেমা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজের বাস্তবতা তুলে ধরা এক শক্তিশালী ভাষা ও সমাজের জন্য একটি সতর্ক বার্তা।

"আত্মহত্যা" নামক এই শর্ট ফিল্মটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়—প্রতিটি আত্মহননের পেছনে থাকে একটি না-বলা গল্প, ভাঙা মন, আর অব্যক্ত কান্না। এই সিনেমাটি আমাদের শিক্ষা দেয়—সহমর্মিতা, সচেতনতা এবং মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া কতটা জরুরি।

তারা বলেন,বর্তমানে দেশের সিনেমা ইন্ডাস্ট্রি নানা সংকটে জর্জরিত। গুণগত গল্পের অভাব, আধুনিক প্রযুক্তির ঘাটতি, শিল্পীদের ন্যায্য সম্মান না পাওয়া, আর নতুনদের জন্য অনুপ্রেরণাহীন পরিবেশ—এসব মিলেই গতি থেমে গেছে। কিন্তু তরুণ নির্মাতারা যখন সাহস নিয়ে গল্প বলতে এগিয়ে আসে, তখন দরকার হয় বাস্তবসম্মত সহযোগিতা।

তারা আরও বলেন, সরকারের উচিত তরুণ নির্মাতাদের জন্য নির্দিষ্ট অনুদান চালু করা, ফিল্ম মেকিং ট্রেনিংয়ের সুযোগ বাড়ানো, সিনেমার প্রচার ও প্রদর্শনের ক্ষেত্রে সহায়তা দেওয়া এবং মানসম্পন্ন কাজের জন্য কর ছাড় ও প্রণোদনা দেওয়া। এই সহায়তাগুলো বাস্তবায়ন হলেই বাংলা চলচ্চিত্র হবে আরও শক্তিশালী, মানবিক এবং বিশ্বমানের।

তিনি বলেন, এটি আমার প্রথম ফিল্ম এবং এটি কোনো রকম স্পন্সর ছাড়া নির্মিত সম্পূর্ন নিজস্ব অর্থায়নে নির্মিত আমি যদি কোনো স্পন্সর পাই আমি এর থেকে আরও বড় কিছু উপহার দিতে পারব তবে যদি নাও পাই তবুয়ো থেমে থাকবো না। এই আত্মহত্যা শর্ট ফিল্মটি গত একমাসের মধ্যে নির্মান করেছি। এতে আমার পরিবার,শিক্ষকও বন্ধুবান্ধবদের খুব ভালো সাহায্য পেয়েছি। আমি আমার জীবনে একজন বড় ফিল্ম নির্মাতা হতে চাই।

"আত্মহত্যা" শুধু একটি শর্ট ফিল্ম নয়, এটি একটি বার্তা। একটি আহ্বান—বাঁচার, বোঝার, পাশে থাকার।

জি এম মারুফ পরিচালিত এই স্বল্প দৈর্ঘ্য সিনেমা "আত্মহত্যা" প্রদর্শনির টিকিট সংগ্রহ চলছে। এটির প্রদর্শনী হবে ৫ মে শহীদ সুরঞ্জন সমাদ্দার টিএসসি ভবনে।
১ম শো হবে বিকেল ৫ টায় এবং ২য় শো হবে সন্ধ্যা ৭ টা। যারটিকিট মূল্য মাত্র ৯ টাকা। পাওয়া যাবে টুকিটাকি চত্বর ও অনলাইনে। 

অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে https://forms.gle/Vp7DgrvxAsJKktov9 লিংক এর মাধ্যমে।