শিরোনাম

6/recent/ticker-posts

জামিন পেলেন নুসরাত ফারিয়া


দেশের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে মঙ্গলবার (২০ মে) জামিন দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। কারাগারে পাঠানোর একদিনের মাথায় জামিন দেয়া হলো এ অভিনেত্রীকে। সকালে ঢাকার সিএমএম আদালত তার এই জামিন মঞ্জুর করেন।

এদিকে এ অভিনেত্রীকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে বেশ আলোচনা চলছে। বিশেষ করে দেশের অনেক তারকারা বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলছেন। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকীও নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করার ঘটনাকে বিব্রতকর বলেছিলেন।

প্রসঙ্গত, রোববার (১৮ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদ শেষে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে নুসরাত ফারিয়াকে।