আগামী চার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন ১২ দলীয় জোটের সভাপতি মোস্তফা জামাল হায়দার।

আজ শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে ১৪টি রাজনৈতিক দল ও জোটের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মোস্তফা জামাল হায়দার বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করতে চাই- প্রধান উপদেষ্টা ক্যাটাগরিকালি বলেছেন আগামী ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের একটি সুনির্দিষ্ট সময়সীমা, তারিখ ঘোষণা করবেন। এর চাইতে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না। আজকের আলোচনায় সবচেয়ে ফলপ্রসূ বিষয় এটি।

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফও বললেন, অতিদ্রুত নির্বাচনের তারিখ দেয়ার অঙ্গীকার করেছেন প্রধান উপদেষ্টা।

ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ আছে উল্লেখ করে কোনও মৌলিক বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে আহ্বান জানান তিনি।