শিরোনাম

6/recent/ticker-posts

চাঁদা না দেওয়ায় পুরান ঢাকায় ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা


রাজধানীর পুরান ঢাকায় চাঁদা না দেওয়ায় মো. সোহাগ (৪৩) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় যুবদল নেতা মঈনসহ জরিত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রজনী ঘোষ লেনে ভাঙারি ব্যবসা পরিচালনা করতেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মঈন নিজেকে যুবদলের চকবাজার থানা শাখার সাধারণ সম্পাদক পদপ্রার্থী বলে পরিচয় দিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, হুমকি এবং দখলদারির মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোহাগ হত্যায় জড়িতদের মধ্যে ছিলেন টিটু, মনির, অপু দাস, মঈন ও পলাশসহ তাদের সহযোগীরা।

লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব রাব্বি জানান, মঈন যুবদলের সক্রিয় কর্মী। দীর্ঘদিন ধরে চকবাজার থানায় যুবদলের কোনো কমিটি নেই। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মঈন এ ধরনের কর্মকাণ্ড করতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও এবং স্থানীয়দের বয়ান মিলিয়ে ধারণা করা হচ্ছে, এটি পূর্বপরিকল্পিত ও সংগঠিত হত্যাকাণ্ড। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষও এই নৃশংসতার দ্রুত বিচার ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ভাঙারি ব্যবসাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।