শিরোনাম

6/recent/ticker-posts

চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদ- ফেসবুকজুড়ে নেতাদের সাথে ছবি


রাজধানীর গুলশানে সাবেক এক সংসদ সদস্যের কাছে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে আটক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি। তিনি মন্ত্রণালয়ের সরকারি কমিশন সদস্য ছিলেন।

বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

তিনি তার ফেসবুক পোস্টে দাবি করেন, আব্দুর রাজ্জাক বিন সুলাইমান, ছাত্র প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কেন্দ্রীয় নেতা বাগছাস (বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ)। ইতিমধ্যে বহিষ্কারও করেছে। এভাবে সব মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি রয়েছে। এরা সরকারের দাপটেই এসব চাঁদাবাজি করছে।

ফেসবুকে রাজনৈতিক নেতাদের সঙ্গে ছবি পোস্ট করে নিজের শক্তির জানান দিতেন রিয়াদ। তার ছবি ফ্রেমে বাদ যাননি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। একাধিক উপদেষ্টার সঙ্গে ছবি পাওয়া গেছে তার ফেসবুকে।

শুধু বিএনপি, এনসিপি কিংবা জাতীয় পার্টির নেতাই নয়, আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও দেখা গেছে রিয়াদকে। যদিও গত জুলাই মাসেই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল তার। শেখ মুজিবুর রহমানের ছবির সামনে দাঁড়িয়ে তোলা একাধিক মুহূর্ত—রিয়াদ নিজেই এক সময় পোস্ট করেছিলেন তার ফেসবুক অ্যাকাউন্টে। সেই পোস্টগুলো এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে।