শিরোনাম

6/recent/ticker-posts

গোপালগঞ্জে ইউএনওর গাড়িবহরে হামলা


এবার গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি বহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে এই হামলা।

এর আগে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য।

পুলিশ জানায়, জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-এর পদযাত্রা কর্মসূচি বানচাল করতেই হামলা চালানো হয়। আহত ৪ পুলিশ সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

উল্লেখ্য, জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এনসিপির পদযাত্রা ও পথসভা করার কথা রয়েছে।