জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্রাশ প্রোগ্রামে এখন পর্যন্ত ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬টি আবেদন জমা পড়েছে। এরমধ্যে ৯ লাখ ৭ হাজার ৬৬২টি আবেদন ইতোমধ্যে নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার হোসেন।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে অনেক বিষয় জড়িত থাকে। এটা নিয়ে যে হয়রানি, তা আর থাকবে না বলে জানান তিনি।
বুধবার (২ জুলাই) সকালে ইসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ইসি সচিব বলেন, ভুল কম করে এনআইডি সংশোধনের আবেদন শুন্যভাগে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, মাঠপর্যায়ে ভোগান্তি কমাতে অভিযোগ আমলে নিয়ে কাজ করছে ইসি। পাশাপাশি এনআইডির তথ্য ফাঁস হওয়া ঠেকাতে সিস্টেমে চেঞ্জ আনা হচ্ছে।