আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকলেও নির্বাচন কমিশনের (ইসি) তফসিলে ‘নৌকা’ প্রতীক আপাতত বহাল থাকছে। একইসঙ্গে, নতুন রাজনৈতিক দল এনসিপির প্রস্তাবিত ‘শাপলা’ প্রতীক এখনই তফসিলে অন্তর্ভুক্ত হচ্ছে না বলে জানিয়েছে ইসি।
নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ জানান,
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও নির্বাচনী প্রতীকের তফসিলে নৌকা প্রতীক আপাতত থাকবে। কারণ, প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দলের জন্য একটি নির্ধারিত প্রতীক সংরক্ষিত থাকে, এবং এটি কমিশনের অধীনেই থাকে। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রতীক বাদ দেওয়ার সুযোগ নেই।তিনি আরও বলেন, প্রতীক বরাদ্দ একটি প্রশাসনিক ও প্রক্রিয়াগত বিষয়। কোনো দলের নিবন্ধন স্থগিত হলেও আদালতের রায় চূড়ান্ত না হওয়া পর্যন্ত কমিশনের তালিকা থেকে প্রতীক বাদ দেওয়া হয় না।
এনসিপি ‘শাপলা’ প্রতীক চেয়ে আবেদন করেছে- এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন,
যেকোনো দল যেকোনো প্রতীক চাইতে পারে। তবে যেহেতু ‘শাপলা’ প্রতীক বর্তমানে কমিশনের সংরক্ষিত প্রতীকের তালিকায় নেই, তাই এখনই এটি বরাদ্দ বা তালিকাভুক্ত করা যাচ্ছে না।
তিনি আরও জানান, ভবিষ্যতে যদি এনসিপি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পায়, তাহলে কমিশন তাদের প্রস্তাব পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।