শিরোনাম

6/recent/ticker-posts

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের ফেয়ারওয়েল অনুষ্ঠিত


রাবি প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফার্মেসি বিভাগের ২৮ এবং ২৯তম ব্যাচের ফেয়ারওয়েল, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। শুক্রবার (১২ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি)-এর অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

রাবি ফার্মেসি অ্যাসোসিয়েশন (রুপা) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদ, ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক, ফার্মেসি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মামুনুর রশীদ, অধ্যাপক ড. মীর ইমাম ইবনে ওয়াহেদ, অধ্যাপক ড. গোলাম সাদিক এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান।

ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাহানাজ পারভীন অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। এসময় তিনি বলেন, "আমাদের ফার্মেসি বিভাগের ২৮ এবং ২৯তম ব্যাচের শিক্ষার্থীদের ফেয়ারওয়েল, বিভাগের ২০২৫ সালের ইনডোর গেমস এবং বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বেশ সফলভাবেই আয়োজন করা হয়েছে। এখানে একটা বিষয় হচ্ছে আমাদের শিক্ষার্থীরা পাস করার সাথে সাথেই চাকরি পেয়ে যায়; যদিও একটু দেরি হয়েছে, তবুও আমরা বিভাগের দুটি ব্যাচের শিক্ষার্থীদেরকে ফেয়ারওয়েল দিতে পেরেছি। বিভাগের সভাপতি হিসেবে আমি চেয়েছিলাম, আমাদের এ শিক্ষার্থীদের বিভাগের জন্য যেন একটি স্মৃতিচিহ্ন থাকে। আমাদের এ আয়োজনটি সাফল্যমণ্ডিত করার জন্য মাননীয় উপাচার্য, উপ-উপাচার্যসহ আমন্ত্রিত সকল অতিথিদের ধন্যবাদ জানাই।"

এসময় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। ফার্মেসি বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৯০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ প্রতিষ্ঠিত হয়। এ পর্যন্ত ২৯টি ব্যাচের গ্র‍্যাজুয়েটগণ বিভাগটি থেকে বি.ফার্ম এবং এম.ফার্ম ডিগ্রি নিয়ে দেশের স্বনামধন্য ফার্মাসিউটিক্যালসে কর্মরত আছেন।