শিরোনাম

6/recent/ticker-posts

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ২৭ জন


রাজধানীতে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ এরিয়ায় এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত নিহত বেড়ে ২৭ জন হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক। তাৎক্ষণিক হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।


আইএসপিআরের দেওয়া তথ্য অনুযায়ী, বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানের পাইলটসহ ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭১ জন।

কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সবুজ মিয়া সাংবাদিকদের বলেন, স্কুলের দোতলা ভবনের প্রবেশ মুখে বিমানটি বিধ্বস্ত হয়েছে। তখন স্কুল ছুটি হয়ে গেছে। কিছু শিক্ষার্থী বের হয়ে গেলেও অনেকে ভেতরেই ছিল। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরই আগুন ধরে যায়।

বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর নিহত হয়েছেন। বিকেল পৌনে ৪টার দিকে সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি।

অন্যদিকে ঘটনাস্থলে সেনাবাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিস ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধারকাজ চালাচ্ছেন।

জানা গেছে, দুর্ঘটনার পর ইতোমধ্যে অন্তত শতাধিক শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহতদের মধ্যে শিশুও রয়েছে।