শিরোনাম

6/recent/ticker-posts

চট্টগ্রামে ভেঙে দুই ভাগ ৪৫ বছরের পুরানো কালভার্ট


চট্টগ্রামে বুধবার রাত থেকে টানা বর্ষণে পানির তোড়ে ৪৫ বছর আগে নির্মিত একটি কালভার্ট ভেঙে পড়েছে।

বৃহস্পতিবার ভোরে নগরীর স্টারশিপ এলাকার বায়েজিদ বোস্তামি সড়কে শীতলঝর্ণা খালের ওপর নির্মিত এ কালভার্টটি ভেঙে পড়ে।

নগরের দুই নম্বর গেট থেকে অক্সিজেন মোড় এলাকায় যাতায়াতে কালভার্টটি ব্যবহার হতো।

খালটির প্রস্থ প্রায় ১২ ফুট হলেও কালভার্টটির প্রস্থ মাত্র ৬ ফুট ছিল। ভারী বৃষ্টির কারণে খালে প্রচণ্ড পানির চাপ তৈরি হলে পুরানো ইটের তৈরি কাঠামোটি মুহূর্তেই ধসে পড়ে।

স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিলেও রাতের সময় হওয়ায় বড় কোনো বিপদ ঘটেনি। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি সাংবাদিকদের জানান, দ্রুততম সময়ের মধ্যেই ভেঙে পড়া কালভার্টটি মেরামতের কাজ শুরু করা হবে।

এদিকে চট্টগ্রামে গত কয়েকদিন ভারী বৃষ্টিপাতের কারণে চকবাজার ও আগ্রাবাদসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।