রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর মূল সড়কে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ মিলে একটি ঝটিকা মিছিল করেছে। প্রায় ১০০-১৫০ জনের এ মিছিলে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে ধানমন্ডি-২৭ নম্বর মিরপুর সড়কে মিছিলটি বের হয়। তবে অল্প সময়ের মধ্যেই সবাই গা ঢাকা দেন।
স্থানীয়রা জানান, হঠাৎ দুপুর ২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর রাফা প্লাজার সামনে থেকে এক থেকে আওয়ামী লীগের শতাধিক কর্মী মিছিল নিয়ে বের হয়। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে চার দিকে ছোটাছুটি শুরু হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, “বিকাল সাড়ে ৩টার দিকে মিছিলের খবর পেয়েছি। আমাদের কাছে সংবাদ আসে পৌনে ৪টার দিকে। তারা সাধারণত অল্প সময়ের জন্য মিছিল করে, তাই ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাউকে পায়নি।”
ককটেল বিস্ফোরণের বিষয়ে তিনি বলেন, “আমরাও এ খবর শুনেছি, তবে তা নিশ্চিত নয়। বিস্তারিত তদন্ত করা হচ্ছে।”