কোমলমতি শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ মীর নেওয়াজ আলীর
রবিবার, আগস্ট ২৪, ২০২৫
ওয়েস্ট এন্ড হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ যুববিষয়ক সম্পাদক জনাব মীর নেওয়াজ আলী নেওয়াজের নেতৃত্বে সম্প্রতি গৃহীত হয়েছে এক মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগ।
সভাপতির দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি খেয়াল করেন, প্রতিদিন ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের তীব্র গরমে ফ্লাস্ক ভর্তি পানি বহন করতে হচ্ছে। এতে তারা কষ্ট পাচ্ছে এবং ডিহাইড্রেশনের ঝুঁকিতেও থাকছে। অথচ সুস্থ থাকার জন্য একজন শিক্ষার্থীর দৈনিক ৬–৭ গ্লাস পানি প্রয়োজন। যেহেতু শিক্ষার্থীরা তাদের দিনের প্রায় ৪০% সময় বিদ্যালয়ে অবস্থান করে, তাই পর্যাপ্ত ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা অত্যন্ত জরুরি।
এই বাস্তবতা থেকে শিক্ষার্থীদের কষ্ট লাঘব করতে এবং ভারী ফ্লাস্ক বহনের ঝামেলা থেকে মুক্তি দিতে তিনি বিদ্যালয়ে পানীয় জলের সুবিধা নিশ্চিত করার পদক্ষেপ নেন।
শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা মনে করছেন—এটি সত্যিই প্রশংসনীয় একটি উদ্যোগ। রাজনীতির মূল চর্চা যদি মানুষের সেবাকে কেন্দ্র করে হয়, তবে সমাজের ইতিবাচক পরিবর্তন অনিবার্য। এমন মানবিক কাজের মাধ্যমেই জননেতৃত্বের প্রকৃত পরিচয় তুলে ধরেছেন মীর নেওয়াজ আলী।