শিরোনাম

6/recent/ticker-posts

রাবিতে র‍্যাগিং রোধে নতুন নির্দেশনা, অনুমতি ছাড়া নবীনদের ডাকলে ব্যবস্থা


রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) র‍্যাগিং রোধে নতুন নির্দেশনা দিয়েছে প্রক্টর অফিস। নির্দেশনায় বলা হয়েছে, প্রক্টর অফিসের অনুমতি ছাড়া কেউ প্রথম বর্ষের শিক্ষার্থীদের ডাকতে পারবে না। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আজ সোমবার (১৮ আগস্ট) রাবির সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দিন আহমেদ বিষয়টিটি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে একটি নোটিশ জারি করা হয়েছে। আমাদের কাছে প্রায়ই রিপোর্ট আসে, প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে সিনিয়র ব্যাচের শিক্ষার্থীরা পরিচয়ের নামে র‍্যাগিং করে থাকে। শুরুতে তারা ভালোভাবে ডেকে নিলেও পরে সেখানে ভিন্ন পরিস্থিতি তৈরি হয়। এর প্রেক্ষিতে আজকেও আমরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এমন সমাবেশ লক্ষ্য করেছি। এরপর তাদেরকে বসতে নিষেধ করলে তারা সেখান থেকে চলে যায়।"

তিনি আরও বলেন, “একটি স্থানে তাদের উঠিয়ে দেওয়ার পরও তারা আবার বসতে শুরু করে। আমরা সেখানে গেলে আমাদেরই এক সহকর্মীর পরিচয় জানতে চাওয়া হয়। আমরা স্পষ্টভাবে জানিয়েছি—অন্তত বিভাগের সভাপতির অনুমতি ছাড়া তারা কোথাও বসতে পারবে না। র‍্যাগিংয়ের ঘটনায় যদি কেউ অভিযুক্ত হয়, তবে সেটি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হবে এবং কমিটিই যথাযথ সিদ্ধান্ত নেবে।”

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. আমীরুল ইসলাম বলেন, "এই বিষয়গুলি নিয়ে আমরা খুবই উদ্বীগ্ন। প্রত্যেক শিক্ষার্থীকে সচেতন থাকতে বলা হয়েছে। ক্যাম্পাসে এমন কোনো ঘটনা ঘটলে তার বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নেওয়া হবে।"