শিরোনাম

6/recent/ticker-posts

দেশে বাড়ছে সাংবাদিক নির্যাতন


দেশে উদ্বেগজনক হারে বাড়ছে সাংবাদিক নির্যাতন। গণঅভ্যুত্থানের পর গেলো এক বছরে হয়রানির শিকার প্রায় ৫০০ সাংবাদিক। দায়িত্ব পালনের সময় নিহতের সংখ্যা অন্তত ৪ জন। চাকরিচ্যুত দেড়'শ জনের মতো।

সাত মাসে দেশে ২৭৪টি হামলা : বিভিন্ন সংস্থার তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে দেশে ২৭৪টি হামলার ঘটনায় ১২৬ জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়ে আহত হয়েছেন। এ ছাড়া গত বছরের ৯ আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ১৬৫টি ঘটনায় ৯৫ জন সাংবাদিক হামলায় আহত হন। এর বাইরে গত মার্চে রাজধানীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী সাংবাদিক। চাকরিচ্যুত ১৫০ জন সাংবাদিক।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) ও অধিকারের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন।

হত্যাকাণ্ডের আগে তিনি সন্ত্রাসীদের নিয়ে ফেসবুকে লাইভ প্রতিবেদন করেন। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। ছেলের এমন মৃত্যুতে বৃদ্ধ বাবা মো. জামাল বলেন, ‘কী অপরাধ ছিল আমার ছেলের? তোমরা আমার ছেলেকে এনে দাও।