রাবি সংবাদদাতা:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও ফুলের টব বিতরণ করেছে “শিক্ষার্থীদের অধিকার আদায়ের ঐক্যজোট — মোজাম্মেল-আরিফ-ইসরাফিল পরিষদ।” শনিবার (২৩ আগস্ট) বিকালে হল প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে পরিষদের নেতৃবৃন্দসহ হলের অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রাকসু নির্বাচনে জিয়া হল পরিষদের ভিপিপ্রার্থী মোজাম্মেল হোসেন বলেন, “শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং আবাসিক হল প্রাঙ্গণকে সবুজ ও মনোরম করে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ধারাবাহিকভাবে উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে আমরা এই ফুলের টব বিতরণ কর্মসূচি পালন করেছি।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, সবুজ পরিবেশ ও সৌন্দর্যমণ্ডিত ক্যাম্পাস গড়ে তুলতে হলে প্রতিটি শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এই কর্মসূচি শিক্ষার্থীদের প্রকৃতির প্রতি আরও দায়িত্বশীল ও সচেতন করে তুলবে।”

শিক্ষার্থীরা জানান, হলে গাছের চারা ও ফুলের টব থাকলে পরিবেশ যেমন আরও সবুজ ও সতেজ হবে, তেমনি শিক্ষার্থীদের জন্যও এটি অনুপ্রেরণার জায়গা তৈরি করবে।

উল্লেখ্য, আসন্ন রাকসু নির্বাচনে জিয়া হল পরিষদ নিজেদের প্যানেল ঘোষণা করেন শিক্ষার্থীদের অধিকার আদায়ের ঐক্যজোট — মোজাম্মেল-আরিফ-ইসরাফিল পরিষদ।