দেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে পঞ্চম প্রজন্মের প্রযুক্তি বা ফাইভ-জি সেবা চালু করলো মোবাইল অপারেটর রবি। আপাতত ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের প্রায় সাতটি স্থানে এই সুবিধা পাওয়া যাবে। এর ঘণ্টাখানেকের মধ্যে গ্রামীণফোন ভি‌ডিও বার্তায় ফাইভ-জি সেবা চালুর ঘোষণা দেয়।

দেশের বিভিন্ন স্থানে রবির ফাইভ-জি সেবা এরই মধ্যে সক্রিয় করা হয়েছে। ঢাকার ফকিরাপুল (পল্টন), ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু এলাকা (শাহবাগ), মগবাজার চৌরাস্তা, চট্টগ্রামের খুলশি, সিলেটের সাগরদিঘীর পার এলাকায় এখন ফাইভ-জি সেবা সক্রিয় রয়েছে।

সাত বছরেরও বেশি সময় ধরে মোবাইল সেবায় দেশ আটকে আছে ফোর-জি প্রযুক্তিতে। এই দীর্ঘ সময়ে মুঠোফোন ব্যবহারকারীর প্রায় ৬০ শতাংশের হাতে আছে এখন ফোর-জি হ্যান্ডসেট। সে বিবেচনায় ফাইভ-জি হ্যান্ডসেটের পরিমান প্রায় নগণ্য, খুব বেশি হলে সাত শতাংশ।

গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, ‘সব বিভাগীয় শহরে ফাইভ-জি সেবা চালু করতে পেরে গর্বিত গ্রামীণফোন; যা দেশের মানুষের হাতে পৌঁছে দেবে রূপান্তরমূলক প্রযুক্তি। ফাইভ-জি প্রযুক্তির মাধ্যমে দ্রুততর ও আরও নির্ভরযোগ্য নেটওয়ার্কের সূচনা করছি আমরা; যা উদ্ভাবন, উদ্যোক্তা গড়ে তোলা এবং স্মার্ট সেবার মাধ্যমে খুলে দেবে সম্ভাবনার দুয়ার- গড়ে তুলবে দেশের ভবিষ্যৎ।’

ফাইভ-জি সেবা‌ পে‌তে গ্রাহ‌কের হ্যান্ড‌সেট ফাইভ-জি উপ‌যোগী হ‌তে হ‌বে। নেটওয়ার্ক সে‌টিংস থে‌কে ফাইভ-জি অপশন চালু ক‌রে নি‌তে হ‌বে এবং যে এলকায় ফাইভ-জি চালু হ‌য়ে‌ছে সেই এলাকার নেটওয়ার্কের আওতায় আস‌তে হ‌বে। ফাইভ-জি সেবার জন্য সিম প‌রিবর্ত‌নের প্র‌য়োজন নেই।