
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির সানসিল্ক আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নিতে গত ১৮ সেপ্টেম্বর রাতে ঢাকায় আসেন । বাংলাদেশে এসে শনিবার(২০ সেপ্টেম্বর) ঘুরে দেখেছেন রাজধানী পুরান ঢাকার আহসান মঞ্জিল।
শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক শোতে মূল আকর্ষণ ছিলেন হানিয়া। অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থাপক সৌমিক আহমেদ অভিনেত্রীকে ঢালিউড মেগাস্টার শাকিব খান এবং বলিউড বাদশা শাহরুখ খানের মধ্যে একজনকে চুজ করতে বলেন। ‘শাকিব খান নাকি শাহরুখ খান’। সেখানে শাকিব খানকে বেছে নেন এ পাকিস্তানি অভিনেত্রী।
অন্যদইকে, শাকিবের নায়িকা এবার পাকিস্তানের হানিয়া আমির! ঢালিউডপ্রেমী ও শাকিব খান ভক্তদের জন্য চমক জাগানিয়া এক খবরই বটে। নায়কের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। শিগগিরই এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এতে শাকিবের সঙ্গে একাধিক নায়িকা দেখা যাবে বলে জানা গেছে।
তবে সেই নায়িকা কারা তা নিয়ে চলছে আলোচনা। কলকাতার ইধিকা পাল থেকে শুরু করে তানজিন তিশাসহ অনেক অভিনেত্রীর নামই এসেছে তালিকায়। এবার জানা গেল, শাকিবের ‘প্রিন্স’ ছবিতে জুটি বাঁধতে যাচ্ছেন পাকিস্তানের লাস্যময়ী অভিনেত্রী হানিয়া আমির। সিনেমার বেশ কিছু ঘনিষ্ঠ সূত্রই এই তথ্য জানিয়েছে।
জানা গেছে, হানিয়া আমিরের ব্যাপারে শাকিব খানের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়েছেন ছবির প্রযোজক-পরিচালক।