ফেসবুকের নতুন আপডেটঃ যে শর্ত মানলেই প্রোফাইল ও পেজ হবে ভাইরাল

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এনেছে বড় ধরনের নতুন আপডেট। এই আপডেটের ফলে ব্যবহারকারীদের প্রোফাইল ও পেজকে নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দেবে ফেসবুক নিজেই। তবে এর জন্য মেনে চলতে হবে চারটি সুনির্দিষ্ট শর্ত।

চার শর্ত হলো - 

১. মূল কনটেন্ট তৈরি করা:
অন্যের কনটেন্ট কপি না করে সম্পূর্ণ মৌলিক ভিডিও, লেখা বা অন্যান্য কনটেন্ট প্রকাশ করতে হবে।

২. শেয়ারযোগ্য কনটেন্ট বানানো:

তথ্যবহুল, মজার বা উপকারী কনটেন্ট তৈরি করতে হবে যাতে দর্শক স্বেচ্ছায় অন্যদের সঙ্গে শেয়ার করতে আগ্রহী হন।

৩. ফেসবুকের নীতিমালা মেনে চলা:
অন্যের ভিডিও বা ছবি ব্যবহার, ঘৃণা ছড়ানো বা নেতিবাচক কনটেন্ট তৈরি করলে মনিটাইজেশন হারানোর ঝুঁকি থাকবে।

৪. রিলসে গুরুত্ব দেওয়া (বোনাস শর্ত):

ফেসবুকের দাবি, লং ভিডিওর তুলনায় রিলস দ্রুত নতুন দর্শকের কাছে পৌঁছে যায়। তাই ধারাবাহিকভাবে আকর্ষণীয় ও মানসম্মত রিলস তৈরি করলে প্রোফাইল বা পেজ দ্রুত বৃদ্ধি পাবে।