ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে আরো কঠোর হওয়ার দাবি  মীর নেওয়াজ আলী

আরমান হোসেন বাদল

রাজধানী কামরাঙ্গীরচর ৫৬নং ওয়ার্ড এলাকায় বাইতুল সালাম জানে মজলিসে জুমার নামাজ শেষে প্রধান অতিথির বক্তব্যে মীর নেওয়াজ আলী নেওয়াজ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুব সহ সম্পাদক তিনি এ কথা বলেন রাষ্ট্রীয় সফরে যাওয়া কয়েকজন রাজনৈতিক নেতার উপর ফ্যাসিস্ট আওয়ামী-যুবলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এই বিষয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাদের যোগসাজশ ছিল কি না তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

নির্বাচন যত ঘনিয়ে আসছে জুলাই গণঅভ্যুত্থান বিরোধী অপশক্তির ষড়যন্ত্র তত বৃদ্ধি পাচ্ছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ফ্যাসিবাদী আওয়ামীলীগ কর্মীদের ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনা নস্যাৎ করতে প্রশাসন বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। মীর নেওয়াজ আলী আরো বলেন গণঅভ্যুত্থান বিরোধী এই অপশক্তির বিরুদ্ধে প্রশাসনকে আরো কঠোর হতে হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে শতাধিক লোকের বিশাল বহর নিয়ে গেলেও বাংলাদেশের পক্ষে শক্তিশালী প্রতিনিধিত্ব করতে পারেননি প্রধান উপদেষ্টা। বাংলাদেশের প্রতিরক্ষা ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে বন্ধুপ্রতিম দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে বৈঠক কিংবা সমঝোতার উদ্যোগ লক্ষণীয় ছিল না।

বলে জানা তিনি শুক্রবার জুমার নামাজ শেষে। পূর্ব রসুলপুর ঘুরে পথ সভা শেষ করেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজী আনোয়ার পারভেজ বাদল, সাবেক কমিশনার জ্যৈষ্ঠ সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আবদুল আজিজ সাবেক কমিশনার ২৩ নং ওয়ার্ড লালবাগ থানা বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক মোতাহার হোসেন বাবুল, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাইজুদ্দিন মাইজু, গোলাম সারওয়ার শামীম, সাবেক সভাপতি ২৬নং ওয়ার্ড বিএনপি সাইফুল আলম সুমন সাবেক সদস্য ঢাকা মহানগর দক্ষিণ যুবদল ইকবাল হোসেন স্বপন সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক লালবাগ থানা যুবদল আরমান হোসেন বাদল সভাপতি আজিমপুর বটতলা ইউনিট হাজী রফিকুল ইসলাম রফিক মাহাবুব হোসেন পিচ্চু প্রমুখ।