লালবাগে সেনা অভিযানে পিচ্চি মনিরের সহযোগী গ্রেফতার

রাজ্জাক মির্জাঃ

রোববার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজিমপুর আর্মি ক্যাম্প, ৪৬ স্বতন্ত্র পদাতিক বিগ্রেড এর অধিনস্ত অজেয় চার-এর একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।

রাজধানীর লালবাগ থানাধীন শহীদ নগর একটি উচ্চ-অপরাধ প্রবণ এলাকা। এখানে একাধিক অপরাধী চক্র সক্রিয় রয়েছে। সম্প্রতি একটি ডাকাতি ও মাদক চক্রের বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে অনিককে চিহ্নিত করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের পোশাক পরে শহীদ নগর ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা, ডাকাতি এবং সংগঠিত অপরাধ চালিয়ে আসছিলেন।

অভিযানের সময় সমন্বিতভাবে প্রথমে অনিককে গ্রেপ্তার করা হয়। পরে নিকটস্থ একটি নির্মাণাধীন বাড়ি তল্লাশি চালিয়ে অস্ত্র, বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং পুলিশের পোশাক উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আলামতসমূহের মধ্যে রয়েছে- ১টি রিভলভার, ২ বক্স ককটেল তৈরির রাসায়নিক দ্রব্য, ৪টি প্রস্তুত ককটেল; পুলিশের ৫ সেট পোশাক; ১টি পুলিশের রোড মার্কার এবং ২টি মোবাইল ফোন।

অভিযানের সময় কোনো ধরনের প্রতিরোধের সম্মুখীন হতে হয়নি। আটককৃত অনিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য লালবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।