
আর্জেন্টিনার ফুটবল সমর্থকদের চোখ আজ নিবদ্ধ এক নামেই - Lionel Messi। দেশের ইতিহাসের সেরা এই ফুটবলারের ঘরের মাঠে হয়তো এটি হতে যাচ্ছে তাঁর জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ। রাজধানী বুয়েন্স আয়ার্সের ‘মোনুমেন্টাল স্টেডিয়াম’ আজ পরিণত হবে এক আবেগঘন বিদায়ী মঞ্চে।
আজ রাতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি শুধু আর্জেন্টিনা নয়, সারা বিশ্বের কোটি কোটি ভক্তদের কাছে বিশেষ এক আবেগের নাম। মেসির পুরো ক্যারিয়ারজুড়ে দেশের জন্য তাঁর অবদান তুলনাহীন। বিশ্বকাপ জয়, কোপা আমেরিকা ট্রফি—সব মিলিয়ে জাতীয় দলের হয়ে তিনি লিখেছেন সোনালি অধ্যায়।
জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি ম্যাচটিকে ‘মেসির হোম সুয়ানসং’ আখ্যা দিয়ে বলেন, “আমরা চাই এই মুহূর্তটা হোক স্মরণীয়। মেসি শুধু একজন খেলোয়াড় নন, তিনি আমাদের প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা।
প্রস্তুতিতে ব্যস্ত মেসিও মাঠে নামার আগে জানিয়েছেন, তাঁর লক্ষ্য একটাই—শেষ মুহূর্ত পর্যন্ত দেশকে সর্বোচ্চটা দেয়া। স্টেডিয়ামে ইতিমধ্যেই তৈরি হয়েছে উৎসবের আবহ। সমর্থকদের হাতে হাতে মেসির ছবি, জার্সি আর আবেগঘন ব্যানার।
বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচ হতে পারে মেসির জাতীয় দলের হয়ে ঘরের মাঠে শেষ নাচ। তাই ফুটবল দুনিয়া তাকিয়ে আছে সেই মুহূর্তের দিকে—যেখানে ইতিহাসের পাতায় আরেকবার সোনালি হরফে লেখা থাকবে লিওনেল মেসির নাম।