প্রতিহিংসার শিকার কারানির্যাতিত কাফরুল থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক আকতারের পদ স্থগিত!

আরমান হোসেন বাদল  

জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের কাফরুল থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আকতার হোসেন(আব্বাস) এর পদ স্থগিত করা হয়েছে। 

যুবদল ঢাকা মহানগর উত্তরের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো.তানভীর আহমেদ খান ইকরাম স্বাক্ষরিত এক চিঠিতে পদ স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে,লিখিত ও মৌখিকভাবে বারবার সতর্ক করার পরও দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল ও সদস্য সচিব সাজ্জাদুল ইসলাম মিরাজের নির্দেশনা অনুযায়ী তার পদ স্থগিত করা হয়েছে। 

তবে,কোন অভিযোগের ভিত্তিতে আকতার হোসেন(আব্বাস) এর পদ স্থগিত করা হয়েছে তার বিস্তারিত কোনো ব্যাখ্যা নেই চিঠিতে। পদ স্থগিতের বিষয়ে জানতে চাইলে কাফরুল থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আকতার হোসেন(আব্বাস) বলেন,যুবদল ঢাকা মহানগর উত্তরের দপ্তর থেকে ফোন করে পদ স্থগিতের চিঠি দেয়।আমার অপরাধ গত ২০১৮ সালের নির্বাচনে বিএনপি মনোনীত ঢাকা-১৫ আসনের ‘ধানের শীষ’ প্রার্থীর পক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করা।কিন্তু বিএনপির পক্ষ থেকে ঢাকা-১৫ আসনের জন্য চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি এখনো।

মনোনয়ন প্রত্যাশী প্রার্থীগণকে এলাকায় কাজ করার নির্দেশ দিয়েছে দলের হাইকমান্ড।৫ই অগাস্ট স্বৈরাচার হাসিনার পতনের পর থেকে কিছু কুঁচক্রি মহল অপরাজনীতির খেলায় মেতে উঠেছে যার ফলে দীর্ঘ ১৬ বছরের জুলুম-নির্যাতনের শিকার নেতা কর্মীকে টার্গেট করে তাঁদের দল থেকে বিনা কারণে বহিষ্কার করানো হচ্ছে আমি বি এন পির সিনিয়র নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা এই সকল বিষয়ে একটু নজর দিন আর সজাগ হোন না হলে এই সকল কুঁচক্রি মহল দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চালাচ্ছে।এই ঢাকা ১৫ আসনকে নিয়ে কিছু অসাধু নেতা তার নিজ ব্যক্তিগত স্বার্থ হাসিলের লক্ষে কাজ করে যাচ্ছে তাতে আমি আকতার হোসেন সাঁই দেই নি আর ভবিষ্যতেও দিবো না।

আমি আখতার হোসেন বি এন পি কে মনে প্রাণে ভালোবেসে রাজনীতি করি নিজ ব্যক্তিগত কোন স্বার্থ হাসিলের জন্যে না ভবিষ্যতে ও দলের জন্যে যা যা করালাগে আমি নিঃশ্বার্থ ভাবে করবো।শহীদ জিয়ার আদর্শের সংগঠন,আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ দিনের ত্যাগ ও তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের অক্লান্ত পরিশ্রমের এই বি এন পি কে কেউ আঘাত করতে চাইলে আমি আকতার হোসেন নিজের রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত তা হতে দিবো না,বি এন পি শুধু আমার রাজনীতির করার স্থান না এইটা আমার পরিবার এই পরিবারের জন্য আমি দীর্ঘ ১৬ বছর অনেক কিছু হারিয়েছি।পুরো এলাকায় আমার বেপারে খোঁজ নিয়ে দেখেন আমি আকতার হোসেন বিশ্বাস সহকারে বলতে পারি কেউ আমার বিরুদ্ধে খারাপ কিছু দেখানো তো দূরের বিষয় খারাপ কিছু বলবে না কারণ আমি রাজনীত করি সাধারণ জনগণের জন্যে এইটা একটা সেবা মূলক কাজ।তাহলে কেন বা কোন অপরাধে আমার পদ স্থগিত করা হল?তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবানের জন্যে নিঃস্বার্থ ভাবে কাজ করা কি আমার অপরাধ ?এই ভাবে নিজের মনের ক্ষোভ প্রকাশ করেন সদ্য পদ স্থগিত হওয়া যুবদল নেতা আকতার হোসেন। 

তিনি আরও বলেন অতীতে ও আমি এমন কোন কার্যকলাপ করিনি যাতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হোক এই সকল বিষয়ে আমি আমার সিনিয়র নেতৃবৃন্দ সঠিক সিদ্ধান্ত ও সুবিচাররের জন্য দৃষ্টি আকর্ষণ করছি। যুবদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান এ বিষয়ে আপাতত কথা বলতে রাজি নন। পরে তানভীর আহমেদ ইকরাম দপ্তর সম্পাদক যুবদল ঢাকা মহানগর উত্তরের সাথে এই বিষয়ে কথা বলার উদ্দেশ্যে মুঠো ফোনে কল দিলে তিনি ব্যস্ততা দেখিয়ে এই বিষয়টি এড়িয়ে যান। কেন বা কোন কারণে পদ স্থগিত করা হয়েছে। আকতার হোসেনকে এই বিষয়ে জানতে শরিফ উদ্দিন জুয়েল আহবায়ক ঢাকা মহানগর উত্তর যুবদল ও সাজ্জাদুল মিরাজ সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর যুবদলকে একাধিক বার মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তারা কল ধরেনি।