দেশে যা কিছু ভালো, সবকিছু দিয়েছে বিএনপি: ফখরুল

এ দেশে যা কিছু ভালো, সবকিছু দিয়েছে বিএনপি। আর সেই বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘যাদের কাল জন্ম হয়েছে, যারা ১৯৭১ সালে ভিন্ন অবস্থানে ছিল তাদের জানা উচিত বিএনপি ফিনিক্স পাখির মতো। কেউ বিএনপিকে ভাঙতে পারেনি। গুম-খুন করে যারা ভাঙতে চেয়েছিল তারাই পালিয়ে গেছে।’

মির্জা ফখরুল বলেন, বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি। সংগ্রাম করে এই জায়গা এসেছে। একাত্তর সাল আমাদের গর্ব। ওয়ান-ইলেভেনে নির্যাতন করে যে নেতাকে নির্বাসিত করা হয়েছিল তিনিই নতুন করে গণতন্ত্রের স্বপ্ন দেখিয়েছেন। নতুন করে সুযোগ এসেছে তারেক রহমানকে দেশ পরিচালনার সুযোগ করে দেওয়ার। সবাই বিএনপির পক্ষে দাঁড়ান।

তিনি বলেন, 'আজকে যে গণতন্ত্রের কথা আমরা বলছি, সেই গণতন্ত্রকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে, বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।'

তিনি আরও বলেন, জিয়াউর রহমানই সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, যা তার আগে বন্ধ করে দেওয়া হয়েছিল।

দেশের অর্থনৈতিক ভিত্তি গড়ার প্রসঙ্গে তিনি বলেন, 'যে বাংলাদেশকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার একটি তলাবিহীন ঝুড়ি বলেছিলেন, সেই বাংলাদেশকে তিনি একটি সম্ভাবনার রাষ্ট্রে পরিণত করেছিলেন।'

১৯৭৪ সালের দুর্ভিক্ষের পর জিয়াউর রহমানের নেতৃত্বে ১৯৭৬ সালেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয় বলে উল্লেখ করেন তিনি।