শিশুদের টাইফয়েড প্রতিরোধে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ সফল বাস্তবায়নে সিটি করপোরেশন পর্যায়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে জানানো হয়, টাইফয়েড প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) টিকাদান ক্যাম্পেইন শুরু হবে আগামী ১২ অক্টোবর। ক্যাম্পেইনে ১০ লাখ শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করবে ঢাকা দক্ষিণ সিটি। সোমবার (১৫ সেপ্টেম্বর ) ডিএসসিসি ৫৬নং ওয়ার্ড কামরাঙ্গীরচর এলাকায় ৩১ শয্যায় হাসপাতালে অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জানানো হয়, দেশব্যাপী ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশুকে এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিবি) টিকা প্রদানের অংশ হিসেবে ডিএসসিসি এলাকায় ১২ অক্টোবর থেকে এই টিকা প্রদান শুরু হবে। টাইফয়েড ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত একটি রোগ যেটি দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। টাইফয়েড টিকা গ্রহণের মাধ্যমে টাইফয়েড জ্বর ও জ্বর জনিত জটিলতা প্রতিরোধ করা যায়। ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ এর আওতায় ডিএসসিসি এলাকায় প্রায় ১০ লাখ শিশুকে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে।
২২৫২টি শিক্ষা প্রতিষ্ঠান, ওয়ার্ড কার্যালয়স্থ ৭৫টি স্থায়ী কেন্দ্র ও প্রায় ৪৫০টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে ২টি পর্যায়ে এই টিকাদান কার্যক্রম বাস্তবায়ন হবে। প্রথম পর্যায়ে, ১২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকাদান করা হবে। দ্বিতীয় পর্যায়ে, ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত অস্থায়ী কেন্দ্রসমূহের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির শিশু এবং প্রান্তিক পর্যায়ের সব শিশুদের টিকাদান করা হবে। এছাড়া ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিটি ওয়ার্ড কার্যালয়স্থ স্থায়ী টিকাদান কেন্দ্র থেকে এই টিকা গ্রহন করা যাবে।
টিকা গ্রহণের জন্য শিশুর অনলাইনে বিদ্যমান ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করে টিকা কার্ড ডাউনলোড করতে হবে।
যাদের জন্ম নিবন্ধন নম্বর অনলাইনে নেই বা পূর্বে জন্ম নিবন্ধন করা হয়নি তাদের নিজ নিজ ওয়ার্ড কার্যালয়ে যোগাযোগ করে অনলাইন জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হবে। এদিকে প্রধান অতিথি বক্তব্য একথা বলেন মীর নেওয়াজ আলী তিনি বলেন, স্বাস্থ্য সেবা বিগত সময় ধ্বংসের পথে চলে গিয়েছে এখন বিএনপি সরকার ক্ষমতায় আসলে পুনরায় এগিয়ে নিয়ে যাবে তিনি বলেন বিগত ২০০১,২০০৬ বিএনপি যখন ক্ষমতা ছিল তারা ঢাকা মেডিকেল সহ বিভিন্ন সরকারি হাসপাতালে অসহযোগের পাশে ছিলেন এখন তারা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন হাজী মনির হোসেন চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি,ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত পারভীনসহ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
