অপহরন মামলায় চিটার জাবেদকে গ্রেফতার করেছে কোতোয়ালী পুলিশ

আরমান হোসেন

রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালি থানা পুলিশ এক নারীকে অপহরণের অভিযোগে জাবেদ নামের এক ১ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

মামলার বিবরণীতে জানা যায় বাদীর নাম ও ঠিকানা তানভীর তালুকদার ২ে০), পিতা মোঃ রবিউল ও রুবেল, মাতা মোসা: সানলু গাজী সাং- কলাপট্টি ১২/১ হায়বাদ নগর লেন, বাবু বাজার, থানা-কোতয়ালী, ডিএমপি, ঢাকা, এনআইডি নং-১৯৭৫৮৮৩৬৪৪।

আসামীদের নাম ও ঠিকানাঃ 
১। মোঃ জাবেদ (৪১), পিতা মৃত মোঃ আসাদ, মাতা-মৃত কানিজ ফাতেমা, সাং ৫০ নং আবুল হাসনাত মোড়, সাত রওজা, থানা-বংশাল, জেলা-ঢাকা, বর্তমান ঠিকানা-মডেল টাউন, ব্লক-এ, বিল্ডিং, ৩য় তলা, থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা, ০২। আরমান (২৮), পিতা-অজ্ঞাত, মাতা-অজ্ঞাত, সাং-৫০ নং আবুল হাসনাত রোড,সাত রওজা, থানা ন্বংশাল, জেলা-ঢাকাসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন।

সাক্ষীদের নাম ও ঠিকানাঃ 
১। (ভিকটিম) মোসা: সানজু গাজী(৪২), স্বামী-মোঃ রবিউল @ রুবেল, সাং-কলাপট্টি, ১২/১ হায়বৎ নগর লেন, বাবুবাজার, থানা-কোতয়ালী, ডিএমপি, ঢাকা, ২। মেহেজুবা ইসলাম মাহিন (৪), পিতা রবিউল জে রুবেল, মাতা-মোসা: সানজু গাজী, সাং-কলাপাট্ট, ১২/১ হায়বৎ নগর লেন, বাবুবাজার, থানা-কোকয়ালী, ডিএমপি, ঢাকা, মোবাইল-০১৯৬৮-৭৪০৮৪৪, ৩। মোঃ ফজলে রাব্বি অমিত (৩২), পিতা-আব্দুল কাইয়ুন, মাতা-সেলিনা বেগম, মোবাইল-০১৬২২২৬৪০৭৬, ৪। মোঃ সালমান গাজি (২২), পিতা-মোঃ সেলিম গাজী, মাতা-জেসমিন গাজী, মোবাইল-০১৭৫০৪৬২৭৩৯, উভয় সাং-আশরাফাবাদ রোড, মাদ্রাসার সামনে, থানা-কামরাঙ্গীর চর, জেলা-ঢাকা।

৩৭৬) ২০৯৪১১২২৯০৫ আহা কেপনি অচার ৪৯মান সাম ধারা, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (২০০৩) এর ৭/৩০ ধারা রুজু করা হয়।

ঘটনাস্থলঃ
ডিএমপি, ঢাকার কোতয়ালী থানাধীন বাবুবাজারস্থ কলাপট্টি ১২/১ হায়বৎ নগর লেন বাদীর বাসার সামনে পাকা রাস্তার উপর।

ঘটনার তারিখ ও সময়ঃ 
ইং ১৯/১০/২০২৫ তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময়।
জনাব
২৯মো২০১৫

এজাহারে বাদী বলেন আমি নিম্ন স্বাক্ষরকারী তানভীর তালুকদার কল্প (২০), পিতা-মোঃ রবিউল রুবেল, মাতা-মোসা: সানজু গাজী, সাং-কলাপট্টি, বাবুবাজার, থানা-কোতয়ালী, ডিএমপি, ঢাকা, এনআইডি নং-১৯৭৫৮৮৩৬৪৪, ঢাকার কোতয়ালী থানায় হাজির হইয়া আগামী ১ জাবেদ

(৪১), পিতা-মৃত মোঃ আসাদ, মাতা-মৃত কানিজ ফাতেমা, সাং-৫০ নং আবুল হাসনাত রোড, সাত রওজা, থানা-বংশাল, জেলা-ঢাকা, বর্তমান ঠিকানা-মডেল টাউন, ব্লক-এ, ২নং বিল্ডিং, ৩য় তলা, থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা, ০২। আরমান (২৮), পিতা-অজ্ঞাত, মাতা-অজ্ঞাত, সাং-৫০ নং আবুল হাসনাত রোড, সাত রওজা, থানা-বংশাল, জেলা-ঢাকাসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন আসামীর বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করিতেছি যে, আমি লেখাপড়া করি। ১নং আসামী মোঃ জাবেদ প্রায় সময়ই আমাদের বাসায় আসা যাওয়া করিত এবং আমার মা মোসা: সানজু গাজীকে বিভিন্ন সময়ে অনৈতিক কু-প্রস্তাব দিতো। আমার মা আসামী মোঃ জাবেদকে আমাদের বাসায় আসতে নিষেধ করিলে আমার মায়ের উপর ক্ষিপ্ত হয়। গত ১৯/১০/২০২৫ খ্রি. তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় আমার মা ১নং সাক্ষী ভিকটিম মোসা: সানজু গাজী ডিএমপি, ঢাকার কোতয়ালী থানাধীন বাবুবাজারস্থ কলাপট্টি ১২/১ হায়বৎ নগর লেন আমাদের বাসার সামনে পাকা রাস্তার উপর হইতে নিখোঁজ হইলে মাকে না পাইয়া আমার বোন গত ২২/১০/২০২৫ খ্রিঃ তারিখ কোতয়ালী থানায় একটি নিখোঁজ জিডি করেন, যাহার জিডি নং-১২৫২, তারিখ-২২/১০/২০২৫খ্রি.। আমার মা নিখোঁজ হওয়ার সময় তাহার সাথে টাকা এবং স্বর্নের বিভিন্ন অলংকার প্রায় ৮ (আট) ভরি, যাহার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬,০০,০০০/= (যোল লক্ষ) টাকার জিনিস ছিল। ইং ২৪/১০/২০২৫ তারিখ বিকাল ১৬:২৬ ঘটিকার সময় মোবাইল নং-০১৯১০৮৮০৬৫৯ হইতে আমার বোন ২নং সাক্ষীর মোবাইল নং-০১৯৬৮৭৪০৮৪৪ তে একটি কল আসে এবং আমার মা কথা বলেন এবং জানান যে, ০১নং আসামী মোঃ জাবেদ (৪১) ও ০২নং আসামী আরমান (২৮) সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামী আমার মাকে জোর পূর্বক অপহরন করিয়া নিয়া গিয়ে অজ্ঞাত স্থানে আটক করিয়া রাখিয়াছে বলিয়া ফোন কেটে দেন। এরপর আমরা উক্ত নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু নম্বরটি বন্ধ থাকায় আমার মায়ের সাথে আর যোগাযোগ করতে পারি নাই। উপরোক্ত আসামীগন ঘটনার তারিখ ও সময়ে ঘটনাস্থল হতে আমার মা ভিকটিম মোসা: সানজু গাজীকে অপহরন করিয়া অজ্ঞাত স্থানে আটক করিয়া রাখিয়াছে। ঘটনার বিষয়টি বাদী তার মাকে উদ্ধার করতে না পারিয়া থানায় আসিয়া এজাহার দায়ের করেন।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান আজ বুধবার দুপুরে আসামীকে কোর্টে প্রেরণ করলে আদালত আসামীকে জেল হাজতে প্রেরণ করেন।