রাবির কৃষি-চারুকলা অনুষদ রুটে বাসে যাতায়াতের দাবি ছাত্রদলের

রাবি প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা ও কৃষি অনুষদের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ওই রুটে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত বাসে নিয়মিত যাতায়াতের অনুমতি চেয়ে আবেদন জানিয়েছে রাকসুর ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের সিনেট সদস্য পদপ্রার্থীরা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয় পরিবহন দপ্তরের প্রশাসক বরাবর লিখিতভাবে এ আবেদন জমা দিয়েছে তারা। আবেদনকারীরা জানান আগামী রবিবার হতে ওই রুটে নিয়মিত বাস চলাচল করবে বলে তাদেরকে আশ্বস্ত করেছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর।

স্মারকলিপি জমা দিয়ে ছাত্রদল সমর্থিত প্যানেলের সিনেট সদস্য পদপ্রার্থী আবির হাসান হিমেল বলেন, আমরা নির্বাচনের প্রচারে চারুকলা ও কৃষিত অনুষদে গিয়েছিলাম তখন সাধারণ শিক্ষার্থীরা আমাদের কাছে চারুকলা ও কৃষি অনুষদের রুটে বাস চলাচলের জন্য আবেদন করেন। সেই প্রেক্ষিতে আমরা আজকে এই দাবিটা জানিয়েছি। পরিবহন দপ্তর আমাদের এ দাবি মেনে নিয়ে আগামী রবিবার হতে চারুকলা ও কৃষি অনুষদের রুটে বাস দেওয়ার আশ্বাস দেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক ড. মো. আব্দুর রাজ্জাক সরকার বলেন, আমরা বিষয়টি বিবেচনা করে বাসের ড্রাইভারদের সাথে আলোচনার মাধ্যমে এ বিষয়ে একটা সিধান্ত জানাবো।

এ বিষয়ে চারুকলা ও কৃষি অনুষদের কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বললে তারা জানান, নির্ধারিত রুটে নিয়মিত বাস চলাচল শুরু হলে ক্যাম্পাসে যাতায়াত আরও সুবিধাজনক হবে তাদের জন্য।