নির্বাচন যাতে পিছিয়ে যায় অপচেষ্টা করছে কিছু দল: ভিপি  মীর নেওয়াজ আলী

আরমান হোসেন

কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেনো সঠিক সময়ে না হয় সেটার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা কলেজের সাবেক ভিপি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ যুব বিষয় সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর লালবাগ আজিমপুরে ছাপরা মসজিদ এলাকা র সামনে‘রেলি ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

মীর নেওয়াজ আলী বলেন, ‘সংস্কারের মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়েছে। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। দেশের ভালো সবকিছু বিএনপির হাতে হয়েছে। কিন্তু এমনভাবে কথা বলা হয় যেনো বিএনপি ভিলেন।

মীর নেওয়াজ আলী বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে এখন নির্বাচিত সরকার প্রয়োজন। কিন্তু কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে।

রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে নির্বাচন দরকার মন্তব্য করে মীর নেওয়াজ আলী আরও বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে দ্রুত রাজনৈতিক সরকার প্রয়োজন।’

কিছু সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে বিএনপির এই নেজা বলেন, সংস্কারের বাহক তাদের দল।

যারা বিএনপিকে ভিলেন বানানোর চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে মীর নেওয়াজ আলী বলেন, অনেকে বলছে বিএনপি সংস্কার চায় না তারা মিথ্যা প্রচার করছে৷ দেশের যা কিছু ভালো তা বিএনপি ও জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে।

তিনি বলেন, মানুষকে আকর্ষণ করার অসাধারণ ক্ষমতা ছিল জিয়াউর রহমানের। জাতি গঠনে তিনি কাজ করেছেন। কিন্তু তার নাম মুছে ফেলার চেষ্টা করেছিল আওয়ামী লীগ। ক্ষণজন্মা মানুষদের এত সহজে মুছে ফেলা যায় না। জিয়াউর রহমানকে ইতিহাস ধারণ করেছে। তারেক রহমানও জিয়াউর রহমানের দেখানো পথে হাঁটছেন।’

জিয়াউর রহমান ৭১’ এ মারা গেলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো; লিবিয়া আফগানিস্তানে পরিণত হতো বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার পারভেজ বাদল জৈষ্ঠ সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও সাবেক কমিশনার ২৮ নং ওয়ার্ড চক বাজার থানা, আবদুল আজিজ সাবেক কমিশনার ২৩নং ওয়ার্ড

মীর আশরাফ আলী আযম সাবেক কমিশনার ২৬ নং ওয়ার্ড, নব গোপাল দত্ত যুগ্ম আহবায়ক কোতোয়ালী থানা বিএনপি, মোতাহার হোসেন বাবুল সাবেক যুগ্ন আহবায়ক লালবাগ থানা বিএনপি হাফেজ মনির হোসেন সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক বৃহত্তম লালবাগ থানা বিএনপি

গোলাম সারওয়ার শামীম সভাপতি ২৬নং ওয়ার্ড, মাইজুদ্দিন মাইজু সাবেক সাধারণ সম্পাদক ২৫ নং ওয়ার্ড বিএনপি, ইকবাল হোসেন স্বপন সাবেক সিনিয়ার যুগ্ম আহবায়ক লালবাগ থানা যুবদল,সিরাজুল ইসলাম সিরাজ সাবেক সভাপতি ৫৬ নং ওয়ার্ড বিএনপি কামঙ্গীরচর থানা, মোরশেদুর রহমান জনি সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ২৬নং ওয়ার্ড বিএনপি মাসুম হোসেন ভুইঁয়া চক বাজার থানা বিএনপি, কাউসার আহাম্মদ জজ সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক কোতোয়ালী থানা দল,

আরমান হোসেন বাদল সভাপতি আজিমপুর বটতলা ইউনিট ইয়াকিন হোসেন হৃদয় ২৫ নং ওয়ার্ড ছাত্রদল, সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন