চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসবিরোধী পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক 

ঘুষ, দুর্নীতি, লুণ্ঠন, চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসবাদ, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সহ সব অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে বিশাল এক পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে তিনটায় জিগাতলা বাস স্ট্যান্ড বিপরীতের ধানমন্ডি লেকপাড় থেকে শুরু হওয়া পদযাত্রায় হাজারো নারী-পুরুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা ন্যায় এবং নিরাপদ সমাজ প্রতিষ্ঠার দাবি নিয়ে ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে শহরমুখী পথে এগিয়ে যান।

পদযাত্রাটি জিগাতলা মোড় থেকে সাইন্সল্যাব মোড় পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় গেটে এসে এসে পৌঁছায়। সেখানে সামাজিক মঞ্চ কেন্দ্রীয় সংসদের আয়োজনে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সামাজিক মঞ্চের সম্মানিত সভাপতি অভিনেতা পারভেজ আবির চৌধুরী, কার্যকারী সভাপতি ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট কে এম জাকির, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, সামাজিক মঞ্চের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, সাবেক অতিরিক্ত সচিব এনামুল হোসেন, চিত্রনায়ক মারুফ আকিব, অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস বাদল, অ্যাডভোকেট আনন্দ পাঠান, বদরুল আলম চৌধুরী, ও এডভোকেট মাহিমা বাঁধন।

সামাজিক মঞ্চের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বেলায়েত বেলাল বলেন, “চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসীদের ঠিকানা হবে জেলখানা — তারা স্বাধীন বাংলার মুক্ত পরিবেশে ঘোরাফেরা করতে পারবে না।”

সামাজিক মঞ্চের সভাপতি পারভেজ আবির চৌধুরী বলেন, “চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসীদের তালিকা করুন, তাদের অপরাধ চিহ্নিত করুন এবং আইনের আওতায় এনে বিচারের সোপর্দ করুন।”

সমাবেশে অংশগ্রহণকারীরা দ্রুত প্রশাসনিক ব্যবস্থা, অপরাধী চিহ্নিতকরণ ও কার্যকর আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান।