রাবিতে ডাইনিং শ্রমিকদের স্থায়ীকরণের দাবি উপেক্ষিত, আন্দোলনের হুঁশিয়ারি

রাবি প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ডাইনিং শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ দাবিতে দীর্ঘদিন ধরে চলা নানামুখী যোগাযোগ ও সময় বর্ধনের পরও কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে রাবি ভোজনালয় শ্রমিক ইউনিয়ন। বারবার আশ্বাস মিললেও দাবি বাস্তবায়ন না হওয়ায় শেষ পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা।

ভোজনালয় শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হকসাদ আলীর সভাপতিত্বে শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৩টায় ভোজনালয় শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এক সাধারণ সভায় এসব দাবি জানায় তারা।

সময়ের পর সময় পার হলেও দাবি বাস্তবায়নের কোনো পদক্ষেপ দেখা যায়নি। শ্রমিক প্রতিনিধি দলের সদস্যরা উপাচার্য, উপ-উপাচার্য এবং রেজিস্ট্রারসহ প্রশাসনের বিভিন্ন স্তরে একাধিকবার সাক্ষাৎ করলেও অদ্যাবধি কোনো ইতিবাচক সিদ্ধান্ত পাওয়া যায়নি বলে অভিযোগ তাদের।

সংগঠন সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর ২০২৪ তারিখে ভোজনালয় শ্রমিকদের ন্যায্য দাবি হিসেবে চাকরি স্থায়ীকরণের আবেদন করা হয়। এরপর ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক মাস সময় বেঁধে দেয়। পরবর্তীতে আবারও ১২ অক্টোবর ২০২৫ তারিখে আরও ২৫ দিনের সময়সীমা দেওয়া হয়।

এ বিষয়ে শ্রমিকরা জানান, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ডাইনিং কর্মচারীরা স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত। এমনকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু জায়গায়ও স্থায়ীকরণ রয়েছে। অথচ ডাইনিং কর্মচারীদের ন্যায্য দাবি বারবার উপেক্ষিত হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

সভায় শ্রমিক সংগঠন ক্ষোভ প্রকাশ করে আরও জানায়, আগামী ১৫ দিনের মধ্যে (২২ নভেম্বর ২০২৫-এর মধ্যে) বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে দাবি বাস্তবায়ন না হলে সংগঠনের পক্ষ থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।