নিজস্ব প্রতিবেদক
পুলিশ সূত্রে জানা যায়, ধানমন্ডি আদর্শ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ আল হেলাল সংবাদ পান যে, নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের ১০–১২ জন নেতাকর্মী ব্যানারসহ সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছে। এতে বর্তমান সরকার ও ধানমন্ডি আবাসিক এলাকায় বসবাসরত সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হয়।
সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে এসআই মোঃ আল হেলাল, এএসআই নেজামুল হক ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হলে মিছিলকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিকাল ৪টা ৫৫ মিনিটে মিছিলে অংশগ্রহণকারী দু’জনকে ব্যানারসহ হাতেনাতে আটক করা হয়।
আটক দু’জন হলেন— মিলন খান (৩২), নড়াইল জেলা ছাত্রলীগের কর্মী এবং মোঃ শওকত (৩২), লক্ষ্মীপুর জেলা যুবলীগের কর্মী। পুলিশ জানায়, শওকত ২২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এবং বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একাধিক মামলার এজাহারনামীয় আসামি।
আটকদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোন পর্যালোচনায় শওকতের বাসায় অগ্নিসংযোগের একটি ভিডিও পাওয়া যায়, যা তিনি নিজেই ধারণ করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
