সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দেশি বিদেশি মেডিকেল বোর্ড তার চিকিৎসার তদারকি করছেন।
এদিকে খালেদা জিয়ার জন্য দোয়া চাওয়া হয়েছে দলের পক্ষ থেকে। আজ বাদ জুমা চক বাজার থানাধীন বাইতুন নূর জামে দোতলা মসজিদে তার জন্য দোয়া করা হয়েছে। ঢাকা কলেজে র সাবেক ভিপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ যুববিষয়ক সম্পাদক
মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেন, গত রোববার (২৩ নভেম্বর) রাত ৮টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে।
এদিকে খালেদা জিয়ার আরোগ্য কামনায় আজ চক বাজার থানা এলাকায় জুম্মার নামাজের পরে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এদিকে লালবাগ চক বাজার বংশাল কোতোয়ালী কামরাঙ্গীরচর থাকা সকল পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
