প্রকাশ্যে গুলিতে নিহত পুরান ঢাকার শীর্ষ সন্ত্রাসী মামুন

পুরান ঢাকায় ন্যাশনাল মেডিকেলের সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন তারিক সাঈফ মামুন (৫৫) নামের এক ব্যক্তি। নিহত মামুন ছিলেন 'শীর্ষ সন্ত্রাসী'। জানা গেছে, চিত্রনায়ক সোহেল চৌধুরী ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই সাঈদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি ছিলেন নিহত মামুন।

প্রত্যক্ষদর্শী ও ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মামুন দৌড়ে পালানোর চেষ্টা করছিলেন, তখন দুজন ব্যক্তি তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি চালান। গুলি করা ব্যক্তিরা পরে মোটরসাইকেল যোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

জানা গেছে, মামুনের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। আজ তিনি আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। সেখান থেকে বের হওয়ার পথেই দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। এর আগেও ২০২৩ সালে কারাগার থেকে জামিন মুক্তি পাওয়ার পর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় তাকে হত্যা চেষ্টা করা হয়েছিল। সে সময় দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে ভুবন চন্দ্র শীল নামে এক পথচারী নিহত হয়েছিলেন।

মামুনের বাড়ি লক্ষ্মীপুরে, জন্ম ১৯৭০ সালে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করা মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।